Ticker

6/recent/ticker-posts

Daily Current Affairs for Any Competitive Exam 2021 || 14_02_2021




 1) বিশ্ব বেতার দিবস কখন পালিত হয়?

A) 11 ফেব্রুয়ারি
B) 13 ফেব্রুয়ারি
C) 12 ফেব্রুয়ারি
D) None
ANS:- B) 13 ফেব্রুয়ারি

2) নগর স্থানীয় সংস্থা ( Urban local body reforms ) সংস্কার বাস্তবায়নের জন্য ষষ্ঠ রাষ্ট্র কোনটি?
A) Odisha
B) Tripura
C) Goa
D) None
ANS:- C) Goa

3) কোন রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি রিওয়ার্ড প্রকল্প ( REWARD project ) অনুমোদন করেছে?
A) Tripura
B) Odisha
C) Manipur
D) None
ANS:- B) Odisha

4) সম্প্রতি ভিপি জয়কে ( VP Joy ) কোন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে?
A) Tamil Nadu
B) Karnataka
C) Kerala
D) None
ANS:- C) Kerala

5) সম্প্রতি ফ্লিপকার্ট স্থানীয় কারিগর, তাঁতি এবং কারিগরদের সাহায্যের জন্য কোন রাজ্যের সাথে চুক্তি করেছে?
A) Haryana
B) Maharashtra
C) Madhya Pradesh
D) None
ANS:- B) Maharashtra

6) কে সম্প্রতি তাদের আত্মজীবনী অসমাপ্ত: একটি স্মৃতিচারণ ( Autobiography Unfinished: A Memoir ) প্রকাশ করেছেন?
A) সোনু সুদ
B) প্রিয়ঙ্কা চোপড়া
C) বিরাট কোহলি
D) None
ANS:- B) প্রিয়ঙ্কা চোপড়া

7) কোন রাজ্য সরকার সম্প্রতি অলিম্পিক বাছাইপর্বকে ৫০ লাখ রুপি অনুদানের ঘোষণা করেছে?
A) Assam
B) Odisha
C) Haryana
D) None
ANS:- C) Haryana

8) সম্প্রতি আদিত্য মিত্তালকে ( Aditya Mittal ) কোন সংস্থার সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছে?
A) টাটা স্টিল
B) আরসেলর মিত্তাল
C) JSW Steel
D) None
ANS:- B) আরসেলর মিত্তাল

9) কোন রাষ্ট্র সম্প্রতি কোভিড -১৯ পরীক্ষার জন্য মোবাইল পরীক্ষাগার চালু করার ঘোষণা দিয়েছে?
A) Kerala
B) Tamil Nadu
C) Maharashtra
D) None
ANS:- C) Maharashtra

10) সম্প্রতি কোন ব্যাংকের সাথে মেঘালয় পুলিশ ই-চালানের জন্য জোট বেঁধেছে?
A) Yes Bank
B) SBI
C) HDFC Bank
D) None
ANS:- B) SBI

11) সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, যিনি শীর্ষে রয়েছেন
কোভিড -19 টিকা?
A) Rajasthan
B) Madhya Pradesh
C) Tripura
D) Bihar
ANS:- D) Bihar

12) কে সম্প্রতি জম্মু ও কাশ্মীরে বাসস্ট্যান্ড কাম শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেছেন?
A) নরেন্দ্র মোদী
B) মনোজ সিনহা
C) রাজনাথ সিং
D) None
ANS:- B) মনোজ সিনহা

13) ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020 ( VLCC Femina Miss India World 2020 ) এর খেতাব কে জিতল?
A) মায়ানমার
B) Manasa Varanasi
C) শ্রীলংকা
D) None
ANS:- B) Manasa Varanasi

14) কে সম্প্রতি ভারতের প্রথম সিএনজি ট্র্যাক্টর ( CNG tractor ) চালু করেছেন?
A) পীযূষ গোয়েল
B) নিতিন গডকরি
C) রাজনাথ সিং
D) None
ANS:- B) নিতিন গডকরি

15) সম্প্রতি কে অ্যাগন লাইফের ( Aegon Life ) এমডি ও সিইও নিযুক্ত হয়েছেন?
A) জিতেন চোপড়া
B) রবার্ট ইরভিন
C) সতীশ্বর বালাকৃষ্ণন
D) None
ANS:- C) সতীশ্বর বালাকৃষ্ণন

Post a Comment

0 Comments