Ticker

6/recent/ticker-posts

গুরুত্বপূর্ণ সংবিধানের 40 টি প্রশ্ন WBP KP EXCISE RAIL EXAM

 

1. ​ ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন

   জহরলাল নেহেরু

2. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের সংখ্যা কত

  238 জন

সংবিধানে বলা হয়েছে যে রাজ্যসভা 250 সদস্যের সমন্বয়ে গঠিত হবে, যার মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক সাহিত্য, বিজ্ঞান, শিল্প ও সমাজসেবা সম্পর্কিত বিষয়ে বিশেষ জ্ঞান বা ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে রাষ্ট্রপতি মনোনীত করবেন; এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 238 এর বেশি প্রতিনিধি নয়।
রাজ্যসভাতে বর্তমানে 245 টি আসন রয়েছে। এর মধ্যে ২৩৩ জন সদস্য রাষ্ট্র ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রতিনিধিত্ব করেন এবং রাষ্ট্রপতি কর্তৃক ১২ জন সদস্য মনোনীত হন।

3. ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে

  368 নং ধারায়

4. পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কে

  ডঃ রাজেন্দ্র প্রসাদ 


5. রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন

   রাষ্ট্রপতির কাছে

6.  ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি

     8টি.

7. অর্থ কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া বাকি আর কয়জন

  4জন

8.  ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন কে

   প্রধানমন্ত্রী

9.  ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে

  সুচেতা কৃপালিনী

10. ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে

  রাষ্ট্রপতি

11. ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কবে

  1951_52 সালে

12. ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টাকে

   এন্টনি জেনারেল

13. সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা

14. বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে

25 বছর

15. ভারতবর্ষের প্রথম দলিত মুখ্যমন্ত্রী কে

  মায়াবতী

16. রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান কে

  রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি

17. কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয়

   লেফটেন্যান্ট গভর্নর

18.  লোকসভার অধ্যক্ষ পদত্যাগ পত্র জমা দেন

  রাজ্যসভার উপাধ্যক্ষের কাছে

19.  ভারতের পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সূত্রপাত হয় কবে

   1959 সালে

20. বিদেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হন

  রাষ্ট্রপতির দ্বারা

21. রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে

   সুপ্রিম কোর্ট

22.  রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি

  উত্তর প্রদেশ

23. সংবিধানের মৌলিক অধিকার কে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেয়া হয়েছে

   সুপ্রিম কোর্ট কে

24. সংবিধানে শেষ চারটি স্বীকৃত ভাষা গুলি হল

  সাঁওতালি মৈথিলী বোড়ো ও ডোগরী

25. ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর হাইকোর্ট রয়েছে কোথায়

   গুহাটিতে

26. পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোথায়

  রাজস্থানে

27. সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় কত নং ধারা কে

   32 নং ধারা কে

28. পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা ঘোষিত হয় কবে

   1947 সালের 26 শে জুলাই

29. ভারতীয় সংবিধানের স্থপতি কে

  ডঃ বি আর আম্বেদকর

30. ভারতীয় নাগরিকতা প্রকৃত হলো কি

  একনাগরিকত্ব.

31. সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়

28 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে

32.কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে কার নিজস্ব হাইকোর্ট আছে

দিল্লি

33.সম্পত্তির অধিকার কে কত খ্রিস্টাব্দে মৌলিক অধিকারের তালিকা থেকে বাতিল করা হয়েছিল

1978 খ্রিস্টাব্দে 44 তম সংশোধনীর মাধ্যমে

34.ভোটাধিকারের বয়স নূন্যতম 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল কত খ্রিস্টাব্দে

1989 খ্রিস্টাব্দে 61 তম সংশোধনীর মাধ্যমে

35.GST কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল

2017 খ্রিস্টাব্দে 101 নং সংশোধনের মাধ্যমে

36.জিরো আওয়ার শুরু হয় কটার সময়

দুপুর 12 টা

37.বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কতগুলি

25 টি

এলাহাবাদ হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা সবচেয়ে বেশি (160 ) এবং সিকিম হাইকোর্টের বিচারকদের সংখ্যা সবচেয়ে কম ( ৩ )।

38. প্রধানমন্ত্রীর পদ থাকাকালীন কোন কোন ব্যক্তি মারা গিয়েছিল

জহরলাল নেহরু ,লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী

39. উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে

35 বছর

40. নির্বাচন কমিশনের কথা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে

324 নং ধারায়

Post a Comment

0 Comments